সুইডিশ ইন্সটিটিউট গেস্ট স্কলারশিপ

0
86

‘সুইডিশ ইন্সটিটিউট’ ২০১২-১৩ শিক্ষাবর্ষে পিএইচডি ও পোস্টডক্টোরাল  শিক্ষার্থীদের রিসার্চের জন্য ‘গেস্ট স্কলারশিপ’ দিচ্ছে।

আবেদনের যোগ্যতা

১. প্রার্থীকে পিএইচডি বা পোস্টডক্টোরালে রিসার্চ পর্যায়ে অধ্যয়নরত হতে হবে।

২. পোস্টডক্টোরাল শিক্ষার্থীদেরকে তাদের রিসার্চের ব্যাপারে ১৫ এপ্রিল ২০১২ নাগাদ শেষ হওয়ার নিশ্চয়তা দিতে হবে।

৩. সুইডেনে আগে থেকেই ওয়ার্ক পারমিট পাওয়া শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেয়া হবে না।

সুবিধা

পিএইচডি শিক্ষার্থীকে মাসে প্রায় ১৪৯২৩৭ টাকা ও পোস্টডক্টোরাল শিক্ষার্থীকে মাসে  প্রায় ১৮৬৫৪৬ টাকা বৃত্তি দেয়া হবে।

আবেদনের নিয়ম

১. শিক্ষাগত যোগ্যতাসহ সকল ডকুমেন্ট ও  রেফারেন্স লেটার,  আবেদনপত্রের সাথে দিতে হবে।

২. সকল ডকুমেন্ট  অনলাইনে পিডিএফ ফাইলে অ্যাটাচ করে দিতে হবে।

৩. তথ্য লেখার সময় বিশেষ করে নাম ও ঠিকানা লেখার সময় সব বড় অক্ষরে না লিখে বড়-ছোট অক্ষরের সংমিশ্রণ করা যাবে।

বিস্তারিত জানতে- http://www.studyinsweden.se/Scholarships/SI-scholarships/Guest-Scholarship-Program/Application-instructions-for-Guest-Scholarship-Program-for-PhD-and-post-doctoral-studies-in-Sweden/

এবং http://www.studyinsweden.se/Scholarships/SI-scholarships/Guest-Scholarship-Program/

ফর্ম সংগ্রহের শেষ তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০১২

জমাদানের তারিখ :  ০১ মার্চ ২০১২

ঘোষণা

আপনিও লিখুন


প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]
Previous articleপ্রত্নতত্ত্ব অধিদপ্তর
Next articleইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ইন্সটিটিউট স্কলারশিপ
গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটাতে। থাকেন ঢাকার সাভারে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে- সরকার ও রাজনীতি বিভাগ থেকে অনার্স, মাস্টার্স । পরে এলএলবি করেছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর লেখালেখি মূলত: ক্যারিয়ার বিষয়ে। তারই সূত্র ধরে সম্পাদনা ও প্রকাশ করছেন ক্যারিয়ার ইনটেলিজেন্স নামে এই ম্যাগাজিনটি। এছাড়া জিটিএফসি গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত। ভিডিও তৈরি ও সম্পাদনা, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং পাবলিক লেকচারের প্রতি আগ্রহ তাঁর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here