প্রত্নতত্ত্ব অধিদপ্তর

পদের নাম ও পদসংখ্যাঃ  উচ্চমান সহকারী (১টি), রিসার্চ এসিসট্যান্ট/এসিসট্যান্ট কাস্টোডিয়ান (৯টি)
যোগ্যতাঃ ১/ উচ্চমান সহকারী পদের জন্য যেকোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
২/  রিসার্চ এসিসট্যান্ট/এসিসট্যান্ট কাস্টোডিয়ান পদের জন্য প্রতœতত্ত্ব, জাদুঘরবিদ্যা, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি, ভূগোল, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, আরবী, ফার্সী, সংষ্কৃত-এর যেকোন একটিতে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
৩/ ১৬/০২/১২ তারিখে বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে  মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে ৩২ হলেও চলবে।

যোগাযোগঃ মহাপরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, এফ-৪/এ, আগারগাও প্রশাসনিক এলাকা, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের নিয়মঃ খামে পদের নাম, প্রার্থীর নাম, পূর্ণ ঠিকানা স্পষ্ট উল্লেখ্য থাকতে হবে। আর আবেদনপত্রে নাম, পিতার নাম, মাতার নাম, স্ত্রী/স্বামীর নাম, ধর্ম, সত্যায়িত করা ২ কপি সদ্য তোলা ছবি, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ ও কোন অভিজ্ঞতা থাকলে তার সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে। সাথে নাগরিকত্ত্ব, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। ১০০/- টাকা (অফেরতযোগ্য) ট্রেজারী চালানের মাধ্যমে সরকার নির্ধারিত ১-৩৪৩১-০০০০-২০৩১ কোড নম্বরে জমা করে চালানের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদন পত্রের সাথে ৪/-টাকার ডাকটিকেটযুক্ত (৪.৫ × ৯.৫) ইঞ্চি সাইজের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। প্রার্থী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র/কন্যা হলে  আবেদনপত্রের সাথে তাদের পিতা/মাতা, পিতার পিতা/মাতা, মাতার পিতা/মাতা (প্রযোজ্য ক্ষেত্রে) এর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে, এর সত্যায়িত কপি এবং এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট থাকতে হবে।

আবেদনের শেষ তারিখঃ ১৬ই ফেব্রুয়ারি

সূত্রঃ দৈনিক প্রথম আলো ১২ জানুয়ারি

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top