৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জানুয়ারিতে

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসে ৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জারির বিষয়ে কমিশন আশা প্রকাশ করছে।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম মাহজাবিন খালেদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ জানান, আগামী বছরের ৮ জানুয়ারি ৩৬তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিভিন্ন ক্যাডারে ১৮০৩ প্রার্থীকে নিয়োগের জন্য বর্তমানে সরকারি কর্ম কমিশনে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রণয়নের কার্যক্রম চলছে। স্বল্প সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

এছাড়া ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হননি, তাদের মধ্য থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে নন-ক্যাডার পদে আবেদনকারী ৫ হাজার ১৭০ প্রার্থীকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদে নিয়োগের জন্য শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পাওয়ার পরই উপযুক্ত প্রার্থীদের নিয়োগের সুপারিশ করা হবে বলে মন্ত্রী সংসদকে জানান।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top