বিসিএস ৩৫তম প্রিলিমিনারি পরীক্ষা
৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এক মাস পিছিয়েছে। সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্র জানায়, আগামী ৬ ফেব্রুয়ারির পরিবর্তে ৬ মার্চ থেকে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি হল, আসনব্যবস্থা ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশ পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) দেওয়া হবে। ৩৫তম বিসিএসে অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন।
বিসিএস ৩৪তম মৌখিক পরীক্ষা
৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার পর ২৬ জানুয়ারি শুরু হচ্ছে মৌখিক পরীক্ষা। পরীক্ষার স্থান কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে। ২ হাজার ৫২টি পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করে পিএসসি।
জনতা ব্যাংক
জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পদের নিয়োগ পরীক্ষা হবে ৯ জানুয়ারি। এই পদে ১৫৪ জনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৬ হাজার ৫০০ জন। এ ছাড়া এই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলর (ক্যাশ) পদে নিয়োগের পরীক্ষাও চলতি মাসে হবে বলে জানিয়েছে জনতা ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগ। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলর পদে ৪৯৪ জনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৩০ হাজার ৫০০ জন প্রার্থী।
[সূত্র : প্রথম আলো, জানুয়ারি ০২, ২০১৫]
আপনিও লিখুন
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]