বিসিএস, বিজেএসসহ চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে

বিসিএস, বিজিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি বিষয়ে লিখেছেন ইব্রাহিম খলিল মুহিম;৩৬তম বিসিএসে অ্যাডমিন ক্যাডার এবং ১০ম  বিজেএসে (জুডিশিয়াল সার্ভিস) সুপারিশপ্রাপ্ত

অনেকেই আমার কাছে বিভিন্নভাবে জানতে চাচ্ছেন কী পড়বেন, কিভাবে পড়বেন। তাদের জন্য আমার এই পোস্ট। অনেকে আছেন যারা অনার্স ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইয়ারে পড়েন। তাদের জন্য আমার পরামর্শ- বতর্মান ক্লাসের পড়াটাই ভালো করে পড়েন। আর তার সাথে আরো যা যা পড়বেন তা হলো –
১) প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা সমগোত্রীয় বই।
২) প্রতি সপ্তাহে ২০-৩০ মিনিট (প্রতিদিন ১০ মিনিটের বেশি নয় ) বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানচিত্র দেখা।
৩) বেশি বেশি আউটবুক পড়া- সাহিত্য, ধর্ম, দর্শন, বিজ্ঞান ইত্যাদি।
৪) বাংলা ব্যাকরণ বই সামনে যা পাবে তাই পড়বেন। (ডেইলি ১০-১৫মিনিট)
৫) English Grammar (daily 10-15 Minute ) What U have or what u can collect
৬) ৬ষ্ঠ-১০ম শ্রেণি গণিত (ডেইলি ১০-১৫মিনিট)
৭) ৬ষ্ঠ-১০ম শ্রেণি বাংলা, সমাজ, কম্পিউটার, সাধারণ বিজ্ঞান ইত্যাদি (ডেইলি ১০-১৫মিনিট)
৮) আজকের বিশ্ব / নতুন বিশ্ব / এই জাতীয় একটি বই (ডেইলি ১০-১৫মিনিট )

এভাবে প্রতিদিন ১ ঘণ্টা বিসিএসের জন্য পড়বেন। ১ ঘণ্টার বেশি কোনোভাবেই বিসিএস বা বিজিএস অথবা চাকরির পড়া পড়তে যাবেন না। তাতে কিন্তু একূলও যাবে, ওকূলও যেতে পারে।

যারা আগামী ১ বছরের মধ্যে বিসিএস দিবেন তাদের জন্য বইয়ের তালিকা নিম্নরূপ-

১. নবম দশম শ্রেণির বোর্ড ব্যাকরণ- মুনীর চৌধুরী
২. নবম শ্রেণির বাংলা বই
৩. নবম-দশম শ্রেণির ইংরেজি টেক্সট বই
৪. একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা
৫. একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজি বই
৬. প্রফেসরস প্রকাশনী বিসিএস ডাইজেস্ট
৭. অ্যাসুরেন্স প্রকাশনী বিসিএস ডাইজেস্ট
৮. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র
৯. A passage to the English Language
10 . Professors Publication Competitive English
11. Job Solution – New (Professors)
12. An ABC of English Literature
13. Mam The rules of Correcting and Completing Sentence
14. MUM Vocabulary
15. Common Mistake
16. Notun Bissho – professors
17. BCS Short Cut Math
18. Cliffs Toefl (Not mandatory)
19. Class Six to ten math
20. Class Six to ten -History, Science, Biology, Information technology, Geography etc.
21.বিসিএস নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা
২২. বিসিএস কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি – প্রফেসরস
২৩. বাংলা অভিধান – বাংলা একাডেমি
২৪. ইংলিশ ডিকশনারি – বাংলা একাডেমি
২৫. এক সেট বিসিএস রিটেনের বই
২৬. বিসিএস ভাইভার এক সেট বই
২৭. জামিলস ভাইভা
২৮. শিকড় – গ্রন্থ সমালোচনা।
২৯ . অসমাপ্ত আত্মজীবনী – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
৩০. সপ্তাহে একটি ইংলিশ পত্রিকা উইথ ম্যাগাজিন
৩১. জামিল’স বিজ্ঞান।

আর যারা বিজেএস পরীক্ষা দিবেন তারা ওইগুলোর সাথে Law সংক্রান্ত যেসব বই সিলেবাসে আছে সেগুলো পড়বেন।

– এক একটা আইনের মিনিমাম তিনটা ইংলিশ ভার্সন বই, একটা মূল আইন আর একটা বাংলা অনুবাদ পড়বেন।

অ্যাডভোকেটশিপ নিয়োগ এবং বিজেএস সংক্রান্ত বইগুলো পড়বেন।

Class-এ যা পড়িয়েছিল সেগুলোই ভালো করে পড়বেন।

আরো যা পড়তে পারেন –

১) আইন সহায়িকা- ক্যারিয়ার এইড
২) আইন পাঠ – খণ্ড ১ ও ২
৩) আব্দুল হালিমের বইগুলি (ভাইভা , প্রিলি বা অ্যাকাডেমিক)
৪) সংবিধানের ওপর যেকোনো বই – ( আমি আ. হালিমের বই পড়েছিলাম)
৫) মুসলিম ল’র বইগুলো

যদি সকাল ৬টায় ১ মাস ঘুম থেকে উঠতে পারেন এবং রাত ১১টার আগে ঘুমাতে যেতে পারেন। তবে আপনি সফলতার পথেই আছেন ।

— নিয়মিত মডেল টেস্ট দিবেন
— কিছু ফেসবুক গ্রুপে যুক্ত হবেন (বিসিএস/ বিজিএস সংক্রান্ত)
— নিজের সাথে নিজে প্রতিযোগিতা করবেন।
— ব্যায়াম করবেন প্রচুর
— পানি খাবেন প্রচুর
— ইবাদত করবেন
— আপনার সৃষ্টিকর্তার উপর ভরসা করবেন।
— গ্রুপ স্টাডি খুবই সহায়ক।

ধন্যবাদ।

(লেখকের ফেসবুক পেজ থেকে নেয়া)

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top