বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ : প্রয়োজনীয় প্রস্তুতি

অনেকেই প্রশ্ন করেন বিদেশে পড়ালেখার জন্য কোন দেশ সবচেয়ে ভালো হবে? খরচ কেমন হবে? বিদেশে পড়ালেখার জন্য কখন থেকে প্রস্তুতি নিলে ভালো হবে? তাদের জন্য বলছি-
প্রথমেই নির্ধারণ করুন-
১. আপনি কোন সাবজেক্টে পড়তে ইচ্ছুক? গ্রাজুয়েশন, মাস্টার্স নাকি পিএইচডি?
২. কোন দেশে পড়তে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন?
৩. টাকা -পয়সা কেমন খরচ হবে?
৪. স্কলারশিপের সুযোগ পাবেন কি-না?
৫. পার্টটাইম কাজ করার সুযোগ কতটা?
এমন আরো কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করুন।

এ পর্যায়ে আপনার পছন্দের দেশের ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা করুন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘাটুন। কী কী বিষয় আছে, কী যোগ্যতা লাগে জানুন। বিদেশী শিক্ষার্থীদের জন্য স্পেশাল কোনো অফার আছে কিনা দেখুন। ভর্তি প্রসেস সম্পর্কে জানুন। আইইএলটিএস/ জিম্যাট/জিআরই কোনটা দরকার হবে জেনে নিন।

এবার ভেবে-চিন্তে বাছাই করুন, সিদ্ধান্ত নিন। প্রয়োজনীয় প্রস্তুতি নিন। দরকারি যোগ্যতাগুলো অর্জন করতে থাকুন।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top