ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে আগামী ১৪ জুন দেশব্যাপী শুরু হচ্ছে ফাযিল (ডিগ্রী) পরীক্ষা। ১৯ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা চলবে বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে।
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, বিশ্ববিদ্যালযের অধীন আগামী ১৪ জুন সারাদেশের প্রায় ১৪ শত ফাযিল মাদ্রাসার ফাযিল (স্নাতক) পরীক্ষা শুরু হবে। ১৪ জুন ফাযিল প্রথম ও তৃতীয় বর্ষ, ১৬ জুন দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে রেজিষ্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীর পরীক্ষার প্রবেশ পত্র অনলাইনে আপলোড করা হয়েছে। রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।
এছাড়া এ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.iu.ac.bd) জানা যাবে।