বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ নভেম্বর।
এবার ৬টি অনুষদে ১৬টি বিভাগে ১ হাজার ১শ’ ৩৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু ২০১১-১২ শিক্ষা বর্ষে। তখন চার অনুষদে মাত্র ৬টি বিভাগের অনুমোদন ছিল। ২ বছরের ব্যবধানে এবার ৬টি অনুষদে ১৬টি বিভাগে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
সহকারী রেজিস্ট্রার বলেন,” শিক্ষার্থীরা ১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবরের মধ্যে যেকোন টেলিটক নম্বরের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইউনিট প্রতি আবেদন ফি দিতে হবে ৫৫০ টাকা।
বরিশাল বিশ্ববিদ্যালয় দেশের ৩৩ তম পাবলিক বিশ্ববিদ্যালয়। ২০১২ সালে ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হয়।
ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (barisaluniv.edu.bd)