রাবির ভর্তি পরীক্ষা ৬ অক্টোবরের পরিবর্তে ৪ অক্টোবর শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত ৬ অক্টোবরের পরিবর্তে ৪ অক্টোবর শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্টার এ এইচ এম আসলাম হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব জন্য এবার শুধু বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন গুলোতেই ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কারণে এবার এ-৩, বি, সি-১, ডি, ই, এইচ, ইউনিটের পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে দুই শিফটে নেয়া সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর প্রশাসক প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র বলেন, “ভর্তি সংক্রান্ত সকল তথ্য দ্রুত বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যেমে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd/admission তে জানিয়ে দেয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ভর্তি পরীক্ষার প্রতি আসনের বিপরীতে ৬৭ শিক্ষার্থী প্রতিযোগিতা করবে। গত বছের তুলনায় এবার প্রতিযোগী সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুন।

বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদভুক্ত ৪৯টি বিভাগের তিন হাজার ৬১৫টি আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদনপত্র জমা পড়েছে দুই লাখ ৪২ হাজার ২৬৪টি।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top