ঢাবিতে ভর্তি পরীক্ষা : ৭৫ নম্বরের এমসিকিউ ৪৫ লিখিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা নতুন পদ্ধতিতে সম্পন্ন হবে।

ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের এমসিকিউ পরীক্ষার পরিবর্তে এবার ৭৫ নম্বরের এমসিকিউ ও ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে।

প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৫ আগস্ট বিকাল ৪টা থেকে শুরু হবে এবং ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।
বুধবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এ সব সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ৭৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় ঠিক করা হয়েছে।

এ ছাড়া সভায় ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর, খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৪ সেপ্টেম্বর এবং চ ২৮ সেপ্টেম্বর (অংকন) নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top