বাংলা বানান নিয়ে ক্যারিয়ার ইনটেলিজেন্স প্রকাশ করছে ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল। সাধারণত বাংলা লিখতে গিয়ে আমরা যেসব ভুল করে থাকি সেগুলোই এতে আলোচনার চেষ্টা করা হচ্ছে। আশাকরি আপনাদের ভালো লাগবে। এরদ্বারা অাপনি সামান্য উপকৃত হলেই আমরা সার্থক।
বাংলায় বিভিন্ন পেশার মানুষদেরকে বোঝানোর জন্য শব্দের শেষে আমরা জীবী ব্যবহার করি। যেমন : পেশাজীবী, কর্মজীবী, শ্রমজীবী ইত্যাদি। এছাড়া শব্দের শেষে অনেক সময় আমরা বলি ব্যবহার করি। যেমন : কার্যাবলি, সমস্যাবলি ইত্যাদি।
আসুন জেনে নিই এর সঠিক ব্যবহার সম্পর্কে। ধারাবাহিক টিউটোরিয়ালের আজ তৃতীয় পর্ব। আপনার মন্তব্য আমাদেরকে উৎসাহিত করবে।