ম্যানেজমেন্ট ট্রেইনি নেবে এমটিবি, বেতন ৬০ হাজার

0
316

ক্যারিয়ার ইনটেলিজেন্স : ম্যানেজমেন্ট ট্রেইনি পদে লোক নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই পদটিকে বিশেষ গুরুত্ব দেয় ব্যাংকটি। তরুণদের জন্য এটি ভালো একটি সুযোগ। শুরুতেই বেতন হবে ৬০ হাজার টাকা। এছাড়া শিক্ষানবিশ শেষে চাকরি স্থায়ী হলে বেতন হবে ৮৫ হাজার টাকা।

যোগ্যতা: এই পদে চাকরির আবেদন করতে হলে প্রার্থীকে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি। ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে ৪ এর মধ্যে অথবা ৪ থাকতে হবে ৫ এর মধ্যে। বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। ৩১ মার্চের মধ্যে চাকরি প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছর। 

এই পদে আবেদন করা প্রার্থীদের বাছাই করে লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেখান থেকে বাছাই করা প্রার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়ার পর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। 

আবেদনের শেষ তারিখ: ১৮ এপ্রিল ২০১৯।

বিস্তারিত জানা যাবে: https://www. mutualtrustbank. com/career/-এই ঠিকানায়।

ঘোষণা

আপনিও লিখুন


প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]
Previous article৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩ মে
Next articleঢাবির ভর্তি পরীক্ষা নতুন নিয়মে
শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক একটি ম্যাগাজিন হিসেবে ২০১১ সালের জুলাইয়ে যাত্রা শুরু করে ’ক্যারিয়ার ইনটেলিজেন্স‘। পরপর চারটি সংখ্যা কাগজে বের হয় এ প্রকাশনাটি। কিন্তু বিভিন্ন কারণে ধারাবাহিকতা রক্ষা সম্ভব হয়নি। শুরু থেকেই অনলাইন ভার্সন ছিল ক্যারিয়ার ইনটেলিজেন্সের। সেটির মাধ্যমেই বেঁচে থাকে প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে এটিকে একটি প্রকাশনা সংস্থা হিসেবে চালু করার চেষ্টা করি। বর্তমানে ক্যারিয়ার সহায়ক বিভিন্ন বই প্রকাশ করছি। এছাড়া প্রকাশনার কাজে সব ধরনের সেবা দিচ্ছি। অামরা মূলত ৫টি বিভাগে কাজ করছি। ১. মুদ্রণ ও অনলাইন প্রকাশনা ২. সম্পাদনা ও প্রুফ রিডিং ৩. ক্রিয়েটিভ ডিজাইন ৪. ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ৫. দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here