ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন দুটি বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে নতুন দুটি বিভাগ চালু হচ্ছে। বিজ্ঞান অনুষদের অধীনে ‘ফলিত গণিত’ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘কমিউনিকেশন ডিসঅর্ডার’ নামে নতুন দুটি বিভাগ চালু করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

দেশের চাহিদার কথা বিবেচনা করে এই দুটি বিভাগের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইতোমধ্যেই ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগ দুটি খোলার অনুমোদন দিয়েছে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top