ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন দুটি বিভাগ

0
111

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে নতুন দুটি বিভাগ চালু হচ্ছে। বিজ্ঞান অনুষদের অধীনে ‘ফলিত গণিত’ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘কমিউনিকেশন ডিসঅর্ডার’ নামে নতুন দুটি বিভাগ চালু করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

দেশের চাহিদার কথা বিবেচনা করে এই দুটি বিভাগের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইতোমধ্যেই ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগ দুটি খোলার অনুমোদন দিয়েছে।

ঘোষণা

আপনিও লিখুন


প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : editor@careerintelligencebd.com
Previous articleহতে পারেন গ্রাফিক্স ডিজাইনার
Next articleপড়ার বিষয় : উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ
গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটাতে। থাকেন ঢাকার সাভারে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে- সরকার ও রাজনীতি বিভাগ থেকে অনার্স, মাস্টার্স । পরে এলএলবি করেছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর লেখালেখি মূলত: ক্যারিয়ার বিষয়ে। তারই সূত্র ধরে সম্পাদনা ও প্রকাশ করছেন ক্যারিয়ার ইনটেলিজেন্স নামে এই ম্যাগাজিনটি। এছাড়া জিটিএফসি গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত। ভিডিও তৈরি ও সম্পাদনা, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং পাবলিক লেকচারের প্রতি আগ্রহ তাঁর।