নরওয়েতে উচ্চশিক্ষা

নোবেলের শান্তি পুরস্কার দেয়া হয় নরওয়ে থেকে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি ইউরোপ মহাদেশের স্ক্যান্ডেনেভিয়ার অন্যতম দেশ। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশটির শিক্ষাব্যবস্থা অত্যন্ত আধুনিক। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো ডিগ্রি জগৎজোড়া। আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা প্রদানে নরওয়ের তালিকা মোটামুটি প্রথম দিকের। এখানে শিক্ষার্থীদের যেমন পড়াশোনায় টিউশন ফি নেই আবার পার্টটাইম কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। তাই বিদেশে উচ্চশিক্ষার তালিকায় অনেকের কাছেই নরওয়ে অন্যতম। বাংলাদেশের শিক্ষার্থীরাও ইচ্ছে করলে নিতে পারেন নরওয়ের ডিগ্রি।

শিক্ষাব্যবস্থা
নরওয়ের পড়াশোনা মোটামুটি আমাদের দেশের মতোই। উচ্চশিক্ষার স্তর বিন্যাসে ব্যাচেলর মাস্টার্স পিএইচডি তথা সব ডিগ্রিই রয়েছে। এখানে ব্যাচেলর কোর্স বা ডিগ্রির মেয়াদ তিন-চার বছর। মাস্টার্স এক-দুই বছর এবং পিএইচডি তিন বছরের। এগুলোর পাশাপাশি এখানে রয়েছে কিছু নন-ডিগ্রি প্রোগ্রাম। এর মেয়াদ সাধারণত ১৫ দিন হতে এক বছর পর্যন্ত।

পড়াশোনার ভাষা
নরওয়ের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই নরওয়েজিয়ান ভাষায় শিক্ষা দেয়া হয়। এ জন্য যারা নরওয়ে যেতে চান তাদের নরওয়েজিয়ান ভাষা শিক্ষা করে যেতে হয়। তবে ইংরেজি ভাষায় আইইএলটিএসএ ৬+পেলেও হয়।

পড়ার বিষয়
আধুনিক তথ্য প্রযুক্তি বা বিজ্ঞানের বিষয় থাকলেও মোটামুটি সব বিষয়েই পড়াশোনার ব্যবস্থা রয়েছে নরওয়েতে। অন্যতম কয়েকটি বিষয় হলো মেডিসিন, বায়োলজি, ফিজিক্স, ডেন্টিস্ট্রি, আর্টস, অ্যাডুকেশন, আইন, থিওলজি, সোস্যাল সায়েন্স, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোর্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, নার্সিং, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি।

পড়াশোনা ও থাকা খাওয়ার খরচ
পড়াশোনার জন্য নরওয়েতে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই কোনো টিউশন ফি দিতে হয় না। তবে প্রথম দিকে রেজিস্ট্রেশন ও অ্যাপ্লিকেশন ফি বাবদ কিছু টাকা দিতে হয়। এ ছাড়া থাকা খাওয়া বাবদ অর্থ খরচ করতে হয়। এখানে থাকা-খাওয়া, বই, চিকিৎসা যাতায়াত ও অন্যান্য ব্যক্তিগত খরচসহ একজন শিক্ষার্থীর ৪০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়।

পার্টটাইম জব
প্রাকৃতিকভাবে নরওয়ে কিছুটা সমস্যাগ্রস্ত। নদী, পাহাড়, হিমবাহে ভরা দেশ, এখানে শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম জবের ব্যবস্থা আছে। তবে বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে নরওয়ের আবহাওয়া কিছুটা প্রতিকূল, ফলে এখানে কাজ করা কিছুটা কষ্টসাধ্য।

ভর্তি ও ভিসা প্রসেসিং
নরওয়ের পছন্দকৃত বিশ্ববিদ্যালয়ে যাবতীয় তথ্য পাঠানোর অনুরোধ করে চিঠি বা ই-মেইল করুন। তাদের তথ্যের আলোকে কাগজপত্র পাঠিয়ে ভর্তি নিশ্চিত করুন। এখানে টঈঅঝ তথা ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিশন সার্ভিস ভর্তি প্রক্রিয়া সম্পাদন করে। এরপর ভর্তি হয়ে মনোয়নপত্র দেখিয়ে নরওয়ে দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করুন।

NORAD-স্কলারশিপ
Nowegian Agency for Development Co-operation (NORAD) প্রায় সব বিষয়ে স্কলারশিপ দিয়ে থাকে। শিক্ষার্থীকে দুই বছরের থাকা-খাওয়ার খরচসহ একটি রিটার্ন প্লেস টিকিট দেয়া হয়। প্রত্যেক বছরের ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হয়। ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
NORAD
Post, BOx-7800, N-5020
Berger, Norway
E-mail : [email protected]
website : www.siu.no

প্রধান কয়েকটি বিশ্ববিদ্যালয়
– University of Tromso
web : www.ub.ultono
– Berger University College
web : www.hib.no
– Oslo National College of Arts
web : www.khio.no
– Ostfold University College
web : www.hiof.no

2 thoughts on “নরওয়েতে উচ্চশিক্ষা”

  1. living and education expense is 40 to 60 thousand in a month ? That means 2 year expense will be around 14,40,000 (fourteen lac fourth thousand ).

Comments are closed.

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top