হিসাববিদ্যায় আন্তর্জাতিক মানের একটি পেশাগত সনদের কোর্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি বা সিএ। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এই সনদ প্রদান করে। সিএ ডিগ্রিধারীরা সরকারি, বেসরকারি ও বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদগুলোতে জায়গা পান। নামীদামি বহুজাতিক কোম্পানি, এনজিও থেকে শুরু করে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, তৈরি পোশাক নির্মান ও জ্বালানি প্রতিষ্ঠান, মোবাইল ফোন কোম্পানিগুলোতে সিএ ডিগ্রিধারী পেশাজীবীদের বহুমাত্রিক কাজের সুযোগ আছে। যেহেতু সিএ পেশাদার সনদ, সেহেতু আপনি এই ডিগ্রি অর্জন করলে প্রতিষ্ঠানের আর্থিক ও নীতিনির্ধারণী পদে সাবলীলভাবে দায়িত্ব পালন করতে পারবেন। দেশ–বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব বিভাগ, নিরীক্ষা বিভাগ, ট্যাক্স ও আর্থিক প্রশাসন ইত্যাদি বিভাগে সিএ ডিগ্রিপ্রাপ্তরা কাজের সুযোগ পেয়ে থাকেন। অনেক প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী হিসেবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অগ্রাধিকার পেয়ে থাকেন।
আপনিও লিখুন
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]
I have read your article carefully and I agree with you very much. This has provided a great help for my thesis writing, and I will seriously improve it. However, I don’t know much about a certain place. Can you help me?