রাশিয়ায় উচ্চশিক্ষা: স্কলটেক স্কলারশিপ ২০২২

0
215
রাশিয়ায় উচ্চশিক্ষা: স্কলটেক স্কলারশিপ ২০২২

স্কলকভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (স্কলটেক) রাশিয়ার মস্কোতে অবস্থিত নবগঠিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। একদল দক্ষ গবেষক ও বিজ্ঞানীর দ্বারা ২০১১ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সঙ্গে পার্টনারশিপে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। খুব অল্প সময়ের মধ্যেই স্কলটেক ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। স্কলটেক মূলত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ডিগ্রি দিয়ে থাকে। এ বিশ্ববিদ্যালয়ে কোনো আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম নেই। মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার কাজে খরচ যাতে কোনো বাধা না হয়, তাই ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে স্কলকভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (স্কলটেক)। এই স্কলারশিপ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা প্রসিদ্ধ বিজ্ঞানী ও গবেষকদের তত্ত্বাবধানে শিক্ষাগ্রহণের সুযোগ পাবেন।

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে

মাস্টার্স প্রোগ্রামের তালিকা

  • ডেটা সায়েন্স
  • লাইফ সায়েন্স
  • ম্যাটেরিয়াল সায়েন্স
  • গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞান
  • পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটেশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • স্পেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেম
  • এনার্জি সিস্টেম
  • ইন্টারনেট অ্যান্ড ওয়্যারলেস টেকনোলজি
  • ফটোনিকস অ্যান্ড কোয়ান্টাম ম্যাটেরিয়ালস
  • অ্যাডভান্সড অ্যান্ড ডিজিটাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি

পিএইচডি প্রোগ্রামের তালিকা

  • পদার্থবিজ্ঞান
  • লাইফ সায়েন্স
  • ম্যাথমেটিকস অ্যান্ড মেকানিকস
  • পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং
  • ইঞ্জিনিয়ারিং সিস্টেম
  • ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটেশনাল ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

আবেদনের যোগ্যতা

  • সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • মাস্টার্স ডিগ্রির জন্য শিক্ষার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • পিএইচডির জন্য শিক্ষার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ভালো ফলধারী হতে হবে।
  • মানবিক, সোশ্যাল সায়েন্স কিংবা ব্যবসায়ের কোনো বিষয়ে যদি শিক্ষার্থীরা স্নাতক বা স্নাতকোত্তর শেষ করে থাকেন, সে বিষয়ে তাঁদের কাজের অভিজ্ঞতা কিংবা ট্রেনিং থাকতে হবে।
  • আইইএলটিএস স্কোর ৬, টোফেল স্কোর ৮০ থাকতে হবে।
  • জিআরই প্রয়োজন নেই। তবে থাকলে তা অ্যাপ্লিকেশনকে আরও মজবুত করবে।
  • আবেদনকারী যদি ইংরেজি মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে থাকেন, তাহলে আইইএলটিএস কিংবা টোফেলের প্রয়োজন নেই।
  • যাঁদের ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ নেই, স্কলটেকের নির্বাচনী সপ্তাহে ‘টোফেল আইটিপি’ পরীক্ষা দিতে হতে পারে।

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি।
  • অ্যাপ্লিকেশন ফি মওকুফ।
  • মাস্টার্স ডিগ্রির জন্য প্রতি মাসে ৪০ হাজার রাশিয়ান রুবল দেওয়া হবে।
  • পিএইচডি ডিগ্রির জন্য প্রতি মাসে ৭৫ হাজার রাশিয়ান রুবল দেওয়া হবে।
  • মেডিকেল ইনস্যুরেন্স।
  • ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ফান্ডিংয়ের ব্যবস্থা।
  • এমআইটিসহ বিশ্বের অন্যান্য নামীদামি বিশ্ববিদ্যালয়ে কনফারেন্সে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • সিভি
  • একটি মোটিভেশনাল লেটার
  • দুটো রেকমেন্ডেশন লেটার
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
  • প্রাসঙ্গিক বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট
  • রাশিয়ায় যাওয়ার সব প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের পদ্ধতি

  • শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
  • অনলাইন ফরমে আবেদনকারীর সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
  • অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর আবেদনকারী প্রথম ধাপে উত্তীর্ণ হলে একটি অনলাইন পরীক্ষা দিতে হবে।

আবেদনের শেষ

  • মাস্টার্স প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ ১০ জুলাই, ২০২২।
  • পিএইচডি প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই, ২০২২।

ওয়েবসাইট: https://www.skoltech.ru/e/apply/

ঘোষণা

আপনিও লিখুন


প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : editor@careerintelligencebd.com