সিনহুয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

সিনহুয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

প্রযুক্তিগত শিক্ষার জন্য বিশ্বজুড়ে চীনের পরিচিতি অনেক। তাদের প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলো শুধু চীনেই নয়; বরং সমগ্র বিশ্বে জনপ্রিয়। এই সব প্রতিষ্ঠান বিশ্বজুড়ে স্বীকৃত সেরা শিক্ষা কার্যক্রম প্রদান করে। চীন সরকার তাদের উচ্চশিক্ষার প্রতি আকৃষ্ট করতে বিপুল বিনিয়োগ করেছে এই বিশ্ববিদ্যালয়গুলোয়। তেমনই একটি প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয় হলো চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রথম শ্রেণির বিশ্ববিদ্যালয় এটি।

স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ

২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান গবেষণাগারের সংখ্যা ৪২১টি। এর মধ্যে সরকারি অনুমোদনে স্থাপিত বিজ্ঞান গবেষণা সংস্থা ১৬০টি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিজ্ঞান গবেষণা সংস্থার সংখ্যা ১৩১টি। বাইরের সংস্থার সঙ্গে যৌথভাবে স্থাপিত গবেষণা সংস্থার সংখ্যা ১৩০টি। তবে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়া বেশ কঠিন। যার কারণে বেশির ভাগ শিক্ষার্থী স্কলারশিপের জন্য উন্মুখ থাকেন। স্নাতকোত্তর ও পিএইচডিতে তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ

‘চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ’-এর আওতায় চীন সরকার এই স্কলারশিপের অর্থায়ন করে। প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়। তবে ইংরেজি ভাষায় স্নাতকোত্তরে ২২টি ও পিএইচডিতে ৮টি স্কলারশিপ দেওয়া হবে। স্নাতকোত্তরের সময়সীমা ২-৩ বছর। আর পিএইচডির ৩-৪ বছর।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

● স্থাপত্যবিদ্যা

● সিভিল ইঞ্জিনিয়ারিং

● ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং

● ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

● ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

● কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি

● এরোস্পেস ইঞ্জিনিয়ারিং

● ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং

●  ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট

● আইন

● জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন

●  মেডিসিন ইত্যাদি

সুযোগ-সুবিধা

● টিউশন ফি।

● মাসিক উপবৃত্তি হিসাবে ৩ হাজার ৫০০ ইউয়ান দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।

● বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে থাকার ব্যবস্থা।

● চিকিৎসাবিমা।

● পাঠ্যপুস্তক খরচ প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতা

● স্নাতকোত্তরে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

●  স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফল অর্জন করতে হবে।

● পিএইচডি প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

● পিএইচডিতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

● যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

 প্রয়োজনীয় কাগজপত্র

● ব্যক্তিগত অভিমত (এসওপি)।

● প্রাতিষ্ঠানিক সনদ।

● পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট।

● দুটি একাডেমিক রেফারেন্স লেটার।

● পাসপোর্ট।

আবেদনের প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের পোর্টালে লগ ইন করে অনলাইনে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন-

www.tsinghua.edu.cn

আবেদনের শেষ সময়:�১ মার্চ, ২০২২

সূত্র : আজকের পত্রিকা


স্কলারশিপের খবরাখবর পেতে ভিজিট করুন- https://www.careerintelligencebd.com/category/news/scholarship/

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top