জার্মানির অর্থনৈতিক সহায়তা এবং উন্নয়ন মন্ত্রণালয় জর্জ ফর্স্টার রিসার্চ অ্যাওয়ার্ডের আওতায় উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য গবেষণা বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। গবেষণার মেয়াদ ছয় মাস থেকে এক বছর। নির্বাচিত প্রত্যেক গবেষককে ৬০ হাজার ইউরো দেওয়া হবে।
বৃত্তিটি খুবই প্রতিযোগিতামূলক। এ বছর মাত্র পাঁচজন গবেষক এ বৃত্তি পাবেন। নিজ দেশের উন্নয়নে সাহায্য করবে এমন গবেষণা প্রস্তাব অগ্রাধিকার পাবে। প্রার্থীর ভালো ফলাফল থাকতে হবে।
আবেদনপত্র ডাউনলোড করার পর পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। বিস্তারিত জানা যাবে www.humboldt-foundation.de ঠিকানায়। আবেদনের শেষ সময় ১৫ মে।
ঘোষণা
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]
আপনিও লিখুন
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]