কী বৃত্তি : আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে শিক্ষাবৃত্তি।
কারা দেবে : কোরিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এডুকেশন (এনআইআইইডি)।
কারা পাবে : আন্ডারগ্র্যাজুয়েট প্রার্থীদের বয়স ১ মার্চ ২০১৪-এ অনূর্ধ্ব ২৫ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং ভালো ফল বিবেচনা করা হবে। কোরিয়ান ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। হতে হবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ।
সুযোগ-সুবিধা : নির্বাচিতদের বিমান ভাড়া এবং টিউশন ফির একটা অংশ দেবে কর্তৃপক্ষ। থাকা-খাওয়ার জন্য প্রতি মাসে দেওয়া হবে নির্দিষ্ট পরিমাণ অর্থ।
কী কী লাগবে : আবেদনের সময় দরকার হবে জন্মসনদ, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ভাষা দক্ষতার প্রমাণপত্র, শারীরিক সুস্থতার সনদপত্র, রেফারেন্স লেটার ও পাসপোর্টের কপি।
আবেদনের শেষ সময় : ১০ অক্টোবর ২০১৩।
আবেদনের ঠিকানা : বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবলিংকে www.bgd.mofat.go.kr
আপনিও লিখুন
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]