ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ইন্সটিটিউট স্কলারশিপ

0
101

যারা সামাজিক বিজ্ঞান, মানবিক বিভাগ ও পরিবেশ বিজ্ঞানে অধ্যয়নরত এবং  যারা বিশ্বব্যাপি পরিবেশ, উন্নয়ন ও শান্তি নিয়ে ভবিষ্যতে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ইন্সটিটিউট  মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে।

যোগ্যতা

১. শিক্ষার্থীর একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

২. UN অ্যাজেন্সি বা বিশ্বব্যাপি শান্তি ও উন্নয়নভিত্তিক কোনো অভিজ্ঞতা ও আগ্রহ থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

সুবিধা

দুই বছরব্যাপি প্রায় ১৬৩৬১৬ টাকা বৃত্তি দেবে। তবে নিজ দেশ থেকে সেখানে যাতায়াতের খরচ নিজেকে বহন করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২৯ ফেব্রুয়ারি ২০১২

বিস্তারিত জানতে- http://isp.unu.edu/grad/degrees/masters/index.html

Admissions Office

Master of Science in Sustainability, Development, and Peace

United Nations University Institute for Sustainability and Peace

53-70, Jingumae 5-chome Shibuya-ku, Tokyo 150-8925, Japan

Tel: +81-(0)3-5467-1346

ঘোষণা

আপনিও লিখুন


প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]
Previous articleসুইডিশ ইন্সটিটিউট গেস্ট স্কলারশিপ
Next articleশিক্ষক নিবন্ধন পরীক্ষা
গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটাতে। থাকেন ঢাকার সাভারে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে- সরকার ও রাজনীতি বিভাগ থেকে অনার্স, মাস্টার্স । পরে এলএলবি করেছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর লেখালেখি মূলত: ক্যারিয়ার বিষয়ে। তারই সূত্র ধরে সম্পাদনা ও প্রকাশ করছেন ক্যারিয়ার ইনটেলিজেন্স নামে এই ম্যাগাজিনটি। এছাড়া জিটিএফসি গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত। ভিডিও তৈরি ও সম্পাদনা, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং পাবলিক লেকচারের প্রতি আগ্রহ তাঁর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here