হার্ভার্ড বিশ্বসেরা; হাজারের মধ্যেও নেই বাংলাদেশী বিশ্ববিদ্যালয়

0
177

মো: বাকীবিল্লাহ : ২০১৬ সালে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। তবে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি এ তালিকায়। সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস- নতুন এই তালিকা প্রকাশ করেছে।

তালিকায় বিশ্বের শীর্ষ এক হাজারের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ২২৪টি, চীনের ৯০টি, জাপানের ৭৪টি ও যুক্তরাজ্যের ৬৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। র‌্যাংকিং করতে গিয়ে সংস্থাটি আটটি বিষয়কে বিবেচনায় নিয়েছে। সেগুলো হচ্ছে- শিক্ষার মান, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে নিয়োগ, শিক্ষকদের মান, খ্যাতনামা জার্নালে প্রকাশনা, প্রভাবশালী জার্নালে গবেষণাপত্র, গবেষণাপত্রে উদ্বৃতি, ব্রড ইম্প্যাক্ট ও প্যাটেন্ট।

তালিকার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুয়েট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড।

পূর্ণ তালিকা দেখতে ক্লিক করুন এখানে

ঘোষণা

আপনিও লিখুন


প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : editor@careerintelligencebd.com
Previous articleচাকরি ছাড়াই আয় করবেন যেভাবে
Next articleকারারক্ষী পদে নিয়োগ
গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটাতে। থাকেন ঢাকার সাভারে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে- সরকার ও রাজনীতি বিভাগ থেকে অনার্স, মাস্টার্স । পরে এলএলবি করেছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর লেখালেখি মূলত: ক্যারিয়ার বিষয়ে। তারই সূত্র ধরে সম্পাদনা ও প্রকাশ করছেন ক্যারিয়ার ইনটেলিজেন্স নামে এই ম্যাগাজিনটি। এছাড়া জিটিএফসি গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত। ভিডিও তৈরি ও সম্পাদনা, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং পাবলিক লেকচারের প্রতি আগ্রহ তাঁর।