রাবির ভাষা বিভাগ ভেঙে তিন বিভাগ

0
160

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগ ভেঙে তিনটি আলাদা বিভাগ করা হচ্ছে। বিভাগ তিনটি হচ্ছে উর্দু, ফার্সি ও সংস্কৃত। রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে মতবিনিময়ের সময় ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এ কথা জানান।

rajshahi-university-logo

তিনি বলেন, ভাষা বিভাগের অধীনে তিনটি বিষয় উর্দু, ফার্সি ও সংস্কৃত পড়ানো হয়। তিনটি বিষয়ই গুরুত্বপূর্ণ বিবেচনা করে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আলাদা বিভাগ হিসেবে কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে ‘ফার্সি ভাষা ও সাহিত্য’ নামে একটি বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। উর্দু ও সংস্কৃত বিভাগ আলাদাভাবে কার্যক্রম শুরুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, ১৯৬৪ সালে ভাষা বিভাগ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে অনার্স (সম্মান), মাস্টার্স, এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে।

ঘোষণা

আপনিও লিখুন


প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : editor@careerintelligencebd.com
Previous articleযদি হয় ঘুমের সমস্যা
Next articleমেরিন ফিশারিজ অ্যাকাডেমিতে ভর্তি
গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটাতে। থাকেন ঢাকার সাভারে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে- সরকার ও রাজনীতি বিভাগ থেকে অনার্স, মাস্টার্স । পরে এলএলবি করেছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর লেখালেখি মূলত: ক্যারিয়ার বিষয়ে। তারই সূত্র ধরে সম্পাদনা ও প্রকাশ করছেন ক্যারিয়ার ইনটেলিজেন্স নামে এই ম্যাগাজিনটি। এছাড়া জিটিএফসি গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত। ভিডিও তৈরি ও সম্পাদনা, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং পাবলিক লেকচারের প্রতি আগ্রহ তাঁর।