রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগ ভেঙে তিনটি আলাদা বিভাগ করা হচ্ছে। বিভাগ তিনটি হচ্ছে উর্দু, ফার্সি ও সংস্কৃত। রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে মতবিনিময়ের সময় ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এ কথা জানান।
তিনি বলেন, ভাষা বিভাগের অধীনে তিনটি বিষয় উর্দু, ফার্সি ও সংস্কৃত পড়ানো হয়। তিনটি বিষয়ই গুরুত্বপূর্ণ বিবেচনা করে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আলাদা বিভাগ হিসেবে কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে ‘ফার্সি ভাষা ও সাহিত্য’ নামে একটি বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। উর্দু ও সংস্কৃত বিভাগ আলাদাভাবে কার্যক্রম শুরুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, ১৯৬৪ সালে ভাষা বিভাগ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে অনার্স (সম্মান), মাস্টার্স, এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে।

আপনিও লিখুন
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : editor@careerintelligencebd.com