বইপড়া প্রতিযোগিতার নিবন্ধন

বিশ্ব বই দিবস উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল ও ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (ডেন) যৌথভাবে আয়োজন করেছে বই পড়া প্রতিযোগিতা৷

১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ব্রিটিশ কাউন্সিলের সব কার্যালয়, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের কার্যালয়ে নিবন্ধন করা যাবে৷

অংশ নেওয়া শিক্ষার্থীদের এ, বি, সি, ডি-এই চারটি দলে ভাগ করা হয়েছে৷ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পড়া শিক্ষার্থীরা ‘এ’ দলে, নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ‘বি’ দলে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ‘সি’ দলে এবং যেকোনো পূর্ণবয়স্ক ব্যক্তিরা ‘ডি’ দলে অংশ নিতে পারবেন৷

নিবন্ধনসহ যেকোনো তথ্য ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে (www.britishcouncil.org/bangladesh.htm) পাওয়া যাবে৷


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top