বিভিন্ন সভ্যতার নিদর্শন নিয়ে তুরস্কের শহরগুলো যেন একেকটি জাদুঘর। তাইতো তুরস্ককে অনেকেই খোলা জাদুঘর বলে থাকেন। নিজেদের প্রত্নতাত্বিক নিদর্শনকে বিশ্ব দরবারে তুলে ধরতে তাই তুরস্ক আয়োজন করেছে ‘আর্কিওলজি সামার স্কুল-২০১৯।
তুর্কি ভাষা ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে গঠিত হওয়া ‘ইউনুস এমরে ইন্সটিটিউট’ এর পক্ষ থেকে ২ সপ্তাহব্যাপী এ কোর্সের আয়েজন করা হয়েছে। এ কোর্সে অংশগ্রহণকারীদের যাতায়াত ও থাকা খাওয়ার ব্যয়ভার বহন করবে তুরস্ক। জেনে নিন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য।
তারিখ ও স্থান
আবেদনের তারিখ- ২৫ এপ্রিল পর্যন্ত
কোর্সের তারিখ- ২২ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত
স্থান- চানাক্কালে, ইজমির, শানলি উরফা, চরুম, আনকারা, গাজী আনতেপ, ইস্তাম্বুল
সুযোগ-সুবিধা
বিমান টিকেট
বিমানবন্দরে থেকে কোর্স সেন্টারে যাওয়া-আসা
থাকা ও খাওয়া
ভ্রমনের সময় মিউজিয়াম টিকিট
আবেদনের যোগ্যতা
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সমাজ বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থী
সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপত্য বিষয়ে আগ্রহ থাকা
কমপক্ষে বি-২ লেভেলের ইংরেজি জানা
কোর্সে কী থাকছে
সেমিনার ও ক্লাস
সিনেমা ও ডকুমেন্টারি প্রদর্শন
ঐতিহাসিক স্থাপনায় মাঠকর্ম ও পরিদর্শন
ঐতিহাসিক শহরগুলোতে ভ্রমন
সূত্র: তুর্কি নিউজ বাংলা