ঢাবিতে ইভনিং এমবিএ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধীনে ইভনিং এমবিএ-তে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স, ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স, ম্যানেজ: ইনফরমেশন সিস্টেম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তির আবেদন সংগ্রহ করা হচ্ছে।

ভর্তির যোগ্যতা :যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী। যাদের কমপক্ষে ০৬ (ছয়) পয়েন্ট আছে, তারা আবদেন করতে পারবেন।

পয়েন্ট বন্টন :প্রথম বিভাগ/শ্রেণী =৩, দ্বিতীয় বিভাগ/শ্রেণী =২, তৃতীয় বিভাগ/শ্রেণী =১, জিপিএ ৪=৩, জিপিএ ৩=২ এবং জিপিএ ২=১ পয়েন্ট ধরা হয়।

শিক্ষাজীবনে পড়াশুনার মেয়াদ এবং চাকরির অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

আবেদন পত্র সংগ্রহ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাকের শাখা থেকে আগামী ০৪ জুন, ২০১৩ থেকে ২০ জুন, ২০১৩ তারিখের মধ্যে ১০০০/- (এক হাজার) টাকা জমা দিয়ে নির্ধারিত আবদেন ফরম সংগ্রহ করা যাবে।

আবদেন জমা দেওয়ার তারিখ : ৫ জুন ২০১৩ থেকে ২৪ জুন ২০১৩ তারিখের মধ্যে নির্ধারিত আবেদন ফরম ডিন অফিসে জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষা : ১২ জুলাই, ২০১৩ তারিখ সকাল ১০:৩০ এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top