জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : আইবিএর এমবিএ-তে ভর্তি পরীক্ষা ২৩ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) নিয়মিত এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ২৭ নভেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে। ৬০ ক্রেডিটের এই এমবিএ প্রোগ্রামের ক্লাস হবে প্রতি সপ্তাহের ছুটির দিনে।
এই কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ২০ জানুয়ারি শুক্রবার থেকে। ভর্তির জন্য আবেদনপত্র সংগ্রহ করাত যাবে আইবিএ-জেইউয়ের ওয়েবসাইট অথবা তাদের অফিস থেকে।
আবেদনপত্র জমা দিতে হবে ২০ ডিসেম্বর বিকেল তিনটার মধ্যে। কোর্সে ভর্তির আবেদন ফি ৮০০ টাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের শাখায় নির্দিষ্ট হিসাব নম্বরে জমা দিতে হবে। ব্যাংকে টাকা জমার রসিদসহ আবেদনপত্র আইবিএ অফিসে জমা দিতে হবে। এই কোর্সে ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে ইনস্টিটিউটের ওয়েবসাইট (www.iba-ju.org) থেকে।

প্রথম আলো


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top