রাবিতে নতুন দুটি ইউনিট; কলা অনুষদে ভর্তির যোগ্যতা শিথিল

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ইউনিট সংখ্যা ১৪ থেকে ১৬ তে উন্নীত করা হয়েছে। নতুন দুটি ইউনিট হলো- এ-৭ (নাট্যকলা ও সঙ্গীত বিভাগ) এবং সি-২ (রসায়ন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ও ফার্মেসি বিভাগ)।

এছাড়া ভর্তি ফরমের মূল্য এবং কলা অনুষদের ভর্তিচ্ছু প্রার্থীদের প্রাথমিক আবেদনের যোগ্যতাও শিথিল করা হয়েছে। কলা অনুষদের শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন যোগ্যতা জিপিএ ৭ করা হয়েছে। বিজ্ঞান ও বাণিজ্য অনুষদের আবেদন যোগ্যতা আগের মত অপরিবর্তীত রয়েছে।

মৌলিক ভর্তি ফরমের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

উল্লেখ্য, এ বছর ৬ অক্টোবর ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। ১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার সময় সূচিসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top