জবিতে ভর্তি শুরু ২৩ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি শুরু হবে ২৩ নভেম্বর। ভর্তি প্রক্রিয়া ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

কোটায় মনোনয়নপ্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে আরো জানায়, প্রথম সেমিস্টারে ‘এ’, ‘বি’, ‘সি’, ও ‘ডি’ ইউনিটের ১ম মনোনয়নে নির্বাচিত প্রার্থীদের ভর্তি শুরু হবে ২৩ নভেম্বর।

এর পরে আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় মনোনয়নে নির্বাচিত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া ৩ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর পর্যন্ত, ৩য় মনোনয়নে নির্বাচিত প্রার্থীদের ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত এবং ৪র্থ মনোনয়নে নির্বাচিত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া ৩০ ডিসেম্বর, ২০১৪ হতে ১ জানুয়ারি, ২০১৫ইং তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

ভর্তি সক্রান্ত যে কোন তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।

উল্লেখ, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে আগামী বছরের ৫ জানুয়ারি।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top