কোরবানির ঈদের ছুটি বিবেচনায় নিয়ে মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১৮ সেপ্টেম্বর এই পরীক্ষা নেয়া হবে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পারিক্ষীৎ চৌধুরী জানিয়েছেন।
এর আগে আগামী ২ অক্টোবর এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল।
এক ঘণ্টার নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষার মধ্য দিয়ে দেশের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হবে।