বাকৃবিতে ভর্তির আবেদনের সময় বাড়ল

0
59

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভর্তির জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। স্নাতক প্রথম বর্ষে (লেভেল-১, সিমেস্টার-১) ভর্তির আবেদনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১৬ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।

আরো জানানো হয়েছে, ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা করা হবে ২৩ অক্টোবর। ছবি আপলোড ও প্রবেশপত্র ডাউনলোনের সময়সীমা ২৪ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কোটায় আবেদনকারী প্রার্থীদের রেকর্ডপত্র অনলাইনে ১৬ অক্টোবরের মধ্যে পাঠাতে পারবেন। ভর্তি সংক্রান্ত অন্যান্য তারিখ, সময় ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bau.edu.bd পাওয়া যাবে।

ঘোষণা

আপনিও লিখুন


প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : editor@careerintelligencebd.com
Previous articleবুয়েটের ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর
Next articleহতে পারেন গ্রাফিক্স ডিজাইনার
গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটাতে। থাকেন ঢাকার সাভারে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে- সরকার ও রাজনীতি বিভাগ থেকে অনার্স, মাস্টার্স । পরে এলএলবি করেছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর লেখালেখি মূলত: ক্যারিয়ার বিষয়ে। তারই সূত্র ধরে সম্পাদনা ও প্রকাশ করছেন ক্যারিয়ার ইনটেলিজেন্স নামে এই ম্যাগাজিনটি। এছাড়া জিটিএফসি গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত। ভিডিও তৈরি ও সম্পাদনা, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং পাবলিক লেকচারের প্রতি আগ্রহ তাঁর।