জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ৮ অক্টোবর ‘ক’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে।
৯ অক্টোবর ‘ঘ’ (জীববিজ্ঞান অনুষদ), ১০ অক্টোবর ‘ঙ’ (বিজনেস স্টাডিজ অনুষদ), ১১ অক্টোবর ‘খ’ (সমাজবিজ্ঞান অনুষদ), এবং ‘ছ’ (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি), ১২ অক্টোবর ‘চ’ (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন [আইবিএ-জেইউ]) এবং ‘জ’ (আইন অনুষদ) ১৩ অক্টোবর ‘গ’ (কলা ও মানবিকী অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং আসন বিন্যাস পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admission.php) এবং সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।
ভর্তি পরীক্ষা গত বছরের মতো ইউনিট ভিত্তিক এবং এমসিকিউ পদ্ধতিতে হবে।
এই শিক্ষাবর্ষে আটটি ইউনিটে ২৪০০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছুদের ১ লাখ ৬৬ হাজার আবেদন জমা পড়েছে। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৬৯ জন।
এবার প্রথম আইন ও বিচার অনুষদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং পাবলিক হেলথ অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে।