জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি আবেদন ২০ সেপ্টেম্বর শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী (শিক্ষা) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করা যাবে।
২০১২ সাল এবং তার পরবর্তী বছরসমূহে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা প্রত্যেক ইউনিটে আবেদন করতে পারবে। তবে ‘সি ইউনিট’ (কলা ও মানবিকী অনুষদ) এর ক্ষেত্রে প্রত্যেক বিভাগে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে।
এছাড়া ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admission) পাওয়া যাবে।
আপনিও লিখুন
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]