চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১১ নভেম্বর শুরু হবে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এ পরীক্ষার আবেদন জমা নেয়া হবে ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত।
১১ আগস্ট দুপুরে চবি ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
সভার সিদ্ধান্ত অনুসারে, গত শিক্ষাবর্ষের মতো ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের আবেদন টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে গ্রহণ করা হবে।
পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।