ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগ

ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগ

প্রবেশনারি অফিসার পদে লোক নেবে দেশের সবচেয়ে বড় শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। আবেদনের শেষ তারিখ ৩০ মার্চ ২০২১।

এক নজরে ইসলামী ব্যাংকের বিজ্ঞপ্তি

চাকরির ধরন: প্রবেশনারি অফিসার
পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পরবেন

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাস্টার্স ডিগ্রি / MBA /MBM অথবা ইউজিসি অনুমোদিত কোনো পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের অনার্সের সমতুল্য।
প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৪.০০ এবং অনার্স এবং মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.০০ অথবা সিজিপিএ ৫ এর মধ্যে কমপক্ষে ৩.৭৫ থাকতে হবে। তাছাড়া শিক্ষাজীবনের সকল পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি /বিভাগ বা সমপর্যায়ের জিপিএ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা:

  • সুন্দর যোগাযোগের দক্ষতা, মৌখিক ও লিখিত উভয়ক্ষেত্রেই।
  • আন্তঃব্যক্তিক দক্ষতায় দুর্দান্ত।
  • প্রয়োগগত দক্ষতায় এমএস অফিস, এমএস এক্সেল ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনার দক্ষতা।
  • চাকরিতে প্রার্থীদের অবশ্যই উপযুক্ত চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে।
  • নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে ন্যূনতম ০৫ (পাঁচ) বছর মেয়াদে ব্যাংকে সেবা দেওয়ার জন্য একটি জামানত বন্ডে স্বাক্ষর করতে হবে।

বয়স: ৩০ এ মার্চ ২০২১ এর মধ্যে সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৩০ হতে হবে। এসএসসি / সমমানের পরীক্ষার মূল সনদ প্রার্থীদের বয়সের প্রমাণ হিসাবে উপস্থাপন করতে হবে এবং এ সংক্রান্ত কোনও হলফনামা গ্রহণ করা হবে না।

বেতন ও ভাতা: নির্বাচিত প্রার্থীরা এক বছরের প্রবেশন পিরিয়ডে সর্বসাকুল্যে মাসিক ৪৮,০০০ /- টাকা পাবেন। সফলভাবে প্রবেশন পিরিয়ড শেষে প্রার্থী অফিসার পদে নিয়োগ পাবেন। ২৪,২৪০-১৩৮০X৪-২৯,৭৬০-ইবি-১,৬৮০X৬-৩৯,৮৪০ /- বেতন স্কেল ও ব্যাংকের অনুমোদিত অন্যান্য সুযোগসুবিধাসহ প্রাথমিকভাবে প্রতিমাসে 55,500 টাকা পাবেন।

বাছাই প্রক্রিয়া

  • কেবল সংক্ষিপ্ত তালিকাভুক্ত ও বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে ডাকা হবে।
  • লিখিত পরীক্ষায় যোগ্যপ্রার্থীরা শেষ পর্যন্ত ২ (দুই) ধাপের সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত হবেন।
  • বৈধ প্রার্থীদের career.islamibankbd.com এর মাধ্যমে প্রবেশপত্র প্রদান করা হবে।
  • সমস্ত চিঠিপত্র ই-মেইল / এসএমএসের মাধ্যমে করা হবে।

প্রবেশনারি অফিসার পদে কীভাবে আবেদন করবেন

* যোগ্য ও আগ্রহী প্রার্থীরা স্বাক্ষর (JPG, SIZE 100 KB), এসএসসি সার্টিফিকেট, সর্বশেষ অ্যাকাডেমিক সনদ, জাতীয় পরিচয়পত্র (JPG, SIZE 200 KB) এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে career.islamibankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
* ডাক / কুরিয়ার বা সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না।
* প্রার্থীদের অবশ্যই একটি সচল ইমেল ঠিকানা এবং মোবাইল নম্বর থাকতে হবে।

আবেদন করুন এখনই

বিশেষ দ্রষ্টব্য

  • কাজের অবস্থান: বাংলাদেশের যে কোনও জায়গায়।
  • প্রকাশিত অ্যাকাডেমিক ফলাফল আপলোড করতে হবে। অ্যাপিয়ার্ড সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়।
  • লিখিত পরীক্ষা ও ভাইভায় উপস্থিত হওয়ার জন্য কোনো টিএ /ডিএ দেওয়া হবে না।
  • কর্তৃপক্ষ কোনো কারণ নির্ধারণ না করেই যে কোনো পর্যায়ে যে কোনও আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top