বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। রুটিন অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন ক্যাডারে এক হাজার ২২৬ জনকে নিয়োগের জন্য গত বছরের ফেব্রুয়ারিতে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩০ সেপ্টেম্বর নেয়া হয় প্রিলিমিনারি পরীক্ষা। ১ নভেম্বর প্রকাশিত প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলে ৮ হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়।
লিখিত পরীক্ষার রুটিন দেখতে ক্লিক করুন এখানে
[divider]
[box type=”info” align=”alignleft” ]
ক্যারিয়ার বিষয়ে লিখে পুরস্কার জিতুন
বাংলা ভাষায় ক্যারিয়ার বিষয়ক অনন্য ম্যাগাজিন ক্যারিয়ার ইনটেলিজেন্স। ক্যারিয়ার ইনটেলিজেন্সে পাঠকদের অংশগ্রহণ বাড়াতে নতুন একটি প্রতিযোগিতা শুরু করেছে ম্যাগাজিনটি। এই প্রতিযোগিতার আওতায় যে কোনো পাঠক ক্যারিয়ার ইনটেলিজেন্সে লিখতে পারবেন। প্রকাশিত লেখা থেকে প্রতি সপ্তাহে একটি লেখাকে শ্রেষ্ঠ লেখা ঘোষণা করা হবে এবং লেখক পাবেন ২০০ (দুইশ) টাকার মোবাইল রিচার্জ। পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত এই অফার কার্যকর থাকবে।
নিয়মাবলী
* শনিবার থেকে শুক্রবারকে সপ্তাহ বিবেচনা করা হবে।
* একজন একাধিক লেখা দিতে পারবেন। লেখা অবশ্যই ক্যারিয়ার বিষয়ে এবং ম্যাগাজিনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
* কোনো সপ্তাহে অন্তত ৭টি প্রকাশযোগ্য লেখা না পেলে সে সপ্তাহে পুরস্কার দেয়া হবে না।
* পুরস্কারপ্রাপ্তদের তালিকা ছবিসহ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
* লেখা মৌলিক অথবা অনুবাদ যে কোনো ধরনের হতে পারে।
* লেখা অবশ্যই বাংলা ভাষায় হতে হবে। তবে লেখার মধ্যে সর্বোচ্চ ৫ শতাংশ শব্দ ইংরেজি বা অন্য ভাষার ব্যবহার করা যাবে।
* লেখার সাথে নিজের পরিচয়, ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
* লেখা নিচের ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। বিজয় কিংবা অভ্রতে লেখা যাবে।
* যে কোনো বিষয়ে জানতে ০১৯১১-৮৯৫৯৬৮ নম্বরে (সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে।
তাহলে আর দেরি কেন? আজই পাঠিয়ে দিন আপনার লেখাটি। ইমেইল ঠিকানা- [email protected][/box]
ঘোষণা
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]
আপনিও লিখুন
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]