৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) অধীনে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো বিপিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও রংপুরের কেন্দ্রগুলোতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টার পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
পরীক্ষার স্থান, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা পরে বিপিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) জানানো হবে।


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top