বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডারে ১ হাজার ৫৯৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ–সংক্রান্ত চাকরির বিজ্ঞাপন পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বেশির ভাগ পদ নবম ও দশম গ্রেডের। এ ছাড়া অল্প কিছু পদ আছে ১২ গ্রেডের। পিএসসি আলাদা পরীক্ষার মাধ্যমে এসব নিয়োগ দেবে।
আবেদনের নিয়ম : নন-ক্যাডার উচ্চতর বেতন স্কেল এবং ৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেডের শূন্য পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা Teletalk BD. Ltd. Gi Web Address: (http://bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ভবন Address: (www.bpsc.gov.bd) এর মাধ্যমে নির্ধারিত Application form for Non Cadre Examination ক্লিক করে রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন ।
আবেদনের শেষ তারিখ: আবেদন প্রক্রিয়া ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৭ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সব প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন
আপনিও লিখুন
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]