জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ বছরই খুলছে চারুকলা বিভাগ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে এই বিভাগ খোলা হচ্ছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির মধ্য দিয়ে বিভাগের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। প্রশাসনিকভাবে অনুমোদনের পর সম্প্রতি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদকে সভাপতি করে শুরু হয়েছে নতুন এই বিভাগের পথচলা।
এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন চারুকলায় ভর্তির সুযোগ পাবে।
ঘোষণা
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]
আপনিও লিখুন
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]