বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
পদের নাম: মাঠ সংগঠক
পদের সংখ্যা: ৯৬ জন
বেতন: ৮,৫৫০/-
বয়স: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৩.০১.২০১৫ তারিখে বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। পজীপ (পল্লী জীবিকায়ন প্রকল্প) বিভাগীয় প্রার্থী এবং একই ধরনের অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা দারিদ্র্য বিমোচনমূলক প্রকল্পের কাজে ছয় বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি/সমমান পরীক্ষায় পাস।
আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, পল্লী জীবিকায়ন প্রকল্প-২য় পর্যায়, পল্লী ভবন (৭ম তলা), ৫ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বরাবরে সব কাগজপত্রসহ আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে প্রকল্প পরিচালক, পল্লী জীবিকায়ন প্রকল্প-২য় পর্যায় বরাবর উল্লেখ করে সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধার পোষ্য, উপজাতি বা অন্য কোনো কোটায় প্রার্থী হলে বিস্তারিত বিবরণ ও প্রমাণ সংযুক্ত করতে হবে।
আপনিও লিখুন
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]