ক্যাম্পাস প্রতিনিধি আবশ্যক

ক্যারিয়ার ইনটেলিজেন্সের জন্য দেশের গুরুত্বপূর্ণ স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ১ জন করে প্রতিনিধি আবশ্যক। আগ্রহীরা আজই সিভি পাঠান।

দায়িত্ব ও কর্তব্য
– প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য খবরাখবর পাঠানো।
– ম্যাগাজিনের প্রচার ও প্রসারে সহযোগিতা এবং পর্যায়ক্রমে পাঠক সংগঠন চালু করা।
– বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করা।

সুযোগ সুবিধা
– সাংবাদিকতার পরিচয়পত্র এবং ম্যাগাজিনের একটি কপি নিয়মিত সৌজন্য পাবেন।
– কেন্দ্রীয়ভাবে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন।
– পারফরমেন্সের ভিত্তিতে ফোন বিল এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ সম্মানী দেয়া হবে।

যোগাযোগ
২১৫/১ ফকিরাপুল ১ নং লেন (৩য় তলা), মতিঝিল, ঢাকা-১০০০
ইমেইলেও পাঠানো যাবে সিভি- [email protected]

আরো বেশি জানতে যোগাযোগ করতে পারেন ০১৯৪৮২২৬০৬১ এই নম্বরে।


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।

4 thoughts on “ক্যাম্পাস প্রতিনিধি আবশ্যক”

  1. আমি চাঁপাইনবাবগঞ্জে কাজ করতে আগ্রহী।

    1. মো: বাকীবিল্লাহ

      আপনার আগ্রহের জন্য অনেক ধন্যবাদ। আপনি আমাদের মেইলে অথবা অফিসের ঠিকানায় আপনার একটি সিভি পাঠিয়ে দিন। তাহলে আমরাই আপনার সাথে যোগাযোগ করব।
      ভালো থাকবেন।

Comments are closed.

Scroll to Top