আন্তর্জাতিক সেমিনারে ভারতে ড. আসিফ মিজান

আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারত গেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান ড. শেখ আসিফ এস. মিজান।

আগামী ২ ও ৩ নভেম্বর ভারতের হরিয়ানা রাজ্য সরকারের উচ্চশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় CHHOTU RAM KISAN (PG) COLLEGE JIND, HATYANA কর্তৃক দুই দিনব্যাপী ‘Role of Public Policy and Governance In Transforming India’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বিশ্বের খ্যাতিমান গবেষক ও স্কলাররা যোগ দিচ্ছেন।

এই সেমিনারের একটি সেশনে রিসোর্স পারসন হিসেবে সভাপতিত্ব করবেন সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ ড. শেখ আসিফ এস. মিজান। আগামী ৭ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞপ্তি


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।

1 thought on “আন্তর্জাতিক সেমিনারে ভারতে ড. আসিফ মিজান”

Comments are closed.

Scroll to Top