আইনজীবী হিসেবে পেশা শুরুর দিকটা চ্যালেঞ্জের এবং কিছুটা কষ্টেরও বটে! তবে ধৈর্য ধরে এগিয়ে গেলে বাধাগুলো আর থাকে না। আইনজীবীর সাফল্য প্রাতিষ্ঠানিক

ফলাফলের উপর নির্ভর করে না। বরং পেশাজীবনে মেধা, পরিশ্রম এবং একাগ্রতাই তাকে পৌঁছে দেয় সাফল্যের শিখরে।
একজন আইনজীবী আদালতে বিশেষ কোনো বিষয়ে পারদর্শী হয়ে উঠতে পারেন। নিম্ন আদালতে এপিপি, পিপি, এজিপি এবং জিপিও হতে পারেন কেউ। তাছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। উচ্চ আদালতে দশ বছর আইনজীবী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে বিচারপতি হওয়া যায়। সহকারী অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল কিংবা অ্যাটর্নি জেনারেল হয়ে রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইন কর্মকর্তা হওয়ারও সুযোগ রয়েছে এ পেশায়।
অন্য সব পেশার মতো এ পেশাতেও সফল হতে হলে প্রয়োজন সময়ের সঠিক মূল্যায়ন এবং আত্মবিশ্বাস। থাকতে হবে দূরদর্শী ক্ষমতা। মানবিক বিষয়গুলোর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন আইনচর্চা। এ ক্ষেত্রে সিনিয়র আইনজীবীদের সঙ্গে সুসম্পর্কের বিকল্প নেই। আইনের অলিগলি নখদর্পণে থাকতে হবে। প্রয়োজনে সিনিয়রদের সঙ্গে বিষয়গুলো নিয়ে পরামর্শ করতে হবে। অর্থাত্ আইনজীবী হিসেবে সফল হতে হলে আইনচর্চার বিকল্প নেই। তাছাড়া প্রচুর পড়াশোনা করতে হবে। সারা জীবন পড়াশোনা করার মানসিকতা নিয়েই এ পেশায় যোগ দিতে হবে।
সূত্র : সকালের খবর