ভাইভা বোর্ডে যাওয়ার আগে…

Job-Interview-Tips-for-Fresক্যারিয়ার ইনটেলিজেন্স ডেস্ক

চাকরি পাওয়ার ক্ষেত্রে ভাইভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভাইভা বোর্ডে যাওয়ার আগে প্রয়োজন কিছু মৌলিক প্রস্তুতি। নিম্নে সে সম্পর্কে আলোকপাত করা হলো।

১. ইন্টারভিউ কার্ড যদি ই-মেইলে এসে থাকে তবে সেটি প্রিন্ট করিয়ে নিন।
২. সংশ্লিষ্ট কোম্পানিতে যে জীবনবৃত্তান্তটি জমা দিয়েছেন তার একটি কপি সঙ্গে রাখুন।
৩. সব সার্টিফিকেটের ফটোকপি সঙ্গে রাখুন।
৪. এ ছাড়া ভালো মানের একটি কলম সাথে নিতে ভুলবেন না।
৫. পকেটে পরিষ্কার রুমাল রাখুন।
৬. পরিষ্কার ছোট একটি চিরুনি রাখতে পারেন।
৭. একটি ভালো মানের ফাইল, ফোল্ডার অথবা ব্রিফকেস সাথে রাখুন। এতে সব কাগজপত্র ঠিকঠাক আছে কি-না তা নিশ্চিত হোন।
৮. ফাইল, ফোল্ডার বা ব্রিফকেস স্বাচ্ছন্দ্যে খোলা ও বন্ধ করার বিষয়টি ভাইভা বোর্ডে যাওয়ার আগেই পরীক্ষা করে নিন।
৯. যাতায়াত ভাড়া পরিশোধের জন্য অবশ্যই খুচরা বা ভাংতি টাকা সঙ্গে রাখুন। নতুবা বড় নোট ভাংতি করতে গিয়ে অযথা সময় নষ্ট হবে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top