বর্তমানে ব্লগিং ডিজিটাল মাকেটিংয়ের জনপ্রিয় একটি উপায়। তাছাড়া পারসোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও ব্লগিং-এর বিকল্প নেই। আসুন জেনে নিই কেন ব্লগিং করবেন, কিভাবে ব্লগিং শুরু করবেন…
এক নজরে দেখে নিন
লুকিয়ে রাখুন
কেন ব্লগিং করবেন?
- আপনি ব্লগিং করার মাধ্যমে আয় করতে পারবেন। বর্তমানে অনেকেই ব্লগিংকে তাদের পেশা হিসেবে বেছে নিচ্ছে এবং সফলতাও পাচ্ছে।
- অডিয়েন্স বা ভিজিটরদের অনুপ্রাণিত করতে। আপনার প্রকাশিত আর্টিকেল পড়ে অনেকেই উপকৃত হবে
- জনপ্রিয়তা পেতে বা নিজেকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে ব্লগিং একটি অনত্যম মাধ্যম। যেখানে আপনি আপনার দক্ষতার পরিচয়ে পাঠক বা শ্রোতাদের কাছে জনপ্রিয় হতে পারবেন।
- ব্লগাররা কন্টেন্ট লেখার জন্য অনেক রিসার্স করেন, ফলে তার চিন্তাধারার উন্নত হয়। এ কাজ করতে গিয়ে আপনি অনেক ধারণা পাবেন যা আপনার জীবনকে বদলে দেবে।
- ব্লগিং শুরু করা একজন ব্লগারকে প্রযুক্তিগত দক্ষতার বিকাশ করে।
- ব্লগিং ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপায়
ব্লগিং শুরু করার ধাপ সমূহ?
- একটি বিষয়বস্তু বেছে নিন
- একটি ডোমেইন নাম এবং ওয়েব হোস্টিং বেছে নিন
- ওয়েবসাইট বানিয়ে নিন (পারলে নিজে অথবা প্রফেশনালদের সহযোগিতা নিন)
- আপনার ব্লগ চালু করুন
- আপনার ব্লগের প্রচার করুন
- ব্লগটিকে গুগল অ্যাডসেন্স এর জন্য মনিটাইজ করুন
- সাইটে নিয়মিত ভালো ভালো লেখা দিন
- ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসুন
- ইনকাম করতে থাকুন, ব্যাংকে টাকা নিয়ে আসুন…
- প্রয়োজনে আমাকে নক করুন।
আরো জানুন
ব্লগিং করে অর্থ উপার্জনের কৌশল
লেখালেখিতে ক্যারিয়ার গড়ার ৬টি ক্ষেত্র
ঘোষণা
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]
আপনিও লিখুন
প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : [email protected]