১০টি অতি দরকারি গুগল ক্রোম শর্টকাট

১০টি অতি দরকারি গুগল ক্রোম শর্টকাট : যা আপনার প্রয়োজন হতেই পারে

মো. বাকীবিল্লাহ : প্রযুক্তির এই যুগে সবাই স্মার্টফোন, ট্যাবলেট ও্ অন্যান্য মোবাইল ডিভাইস ব্যবহার করছে। তবে ডেস্কটপের আবেদন এখনো হারিয়ে যায়নি। আর ডেস্কটপভিত্তিক ব্রাউজিংয়ের ক্ষেত্রে  গুগল ক্রোম (Google Chrome) সবচেয়ে জনপ্রিয় অবস্থানে আছে। এই প্রবন্ধটি লেখার সময়ে বাজারের ৭০ ভাগ দখল করে আছে ব্রাউজারটি। এর পরের অবস্থানে আছে ফায়ারফক্স। তবে তার মার্কেট শেয়ার মাত্র ৯ দশমিক ৭৮ ভাগ।

যা-ই হোক, গুগল ক্রোমের সর্বাধিক সুবিধা পেতে এই নিবন্ধে আমরা আলোচনা করবো কিছু শর্টকাট নিয়ে। এগুলো ব্যবহারের মাধ্যমে আপনার ব্রাউজিং এক্সপেরিয়েন্স অনন্য লেভেলে নিয়ে যেতে পারবেন বলে আমাদের বিশ্বাস। তাহলে আর দেরি কেন? আসুন জেনে নিই গুরুত্বপূর্ণ সেই গুগল ক্রোম শর্টকাট সম্পর্কে।

অতি দরকারি ১০টি গুগল ক্রোম শর্টকাট

১. ইনকগনিটো মুডে যেতে

ইনকগনিটো মুড সম্পর্কে হয়তো আপনি অবশ্যই জানেন। ধরুন, কয়েকজন একটি পিসি ব্যবহার করেন। কিন্তু আপনি এমন কিছু সার্চ করতে চাচ্ছেন যেটা ওই পিসির অন্য ব্যবহাকারীদের জানাতে চান না; তখন এই মুডটি ব্যবহার করতে পারেন। এতে করে গুগল ক্রোম কুকি, টেমপোরারি ফাইল ইত্যাদি পিসিতে সেভ করবে না।

যা-ই হোক এক্ষেত্রে কিবোর্ডের নিম্নোক্ত কিগুলো চাপুন।

  • On Windows:Ctrl + Shift + N
  • On Mac:⌘ + Shift + N

২. সর্বশেষ বন্ধ করা ট্যাব পুনরায় খুলতে

আপনি হয়তো ভুলক্রমে কোনো ট্যাব বন্ধ করে দিলেন। পরক্ষণেই মনে পড়লো সাইটটি আবার দেখা দরকার। তখন এই শর্টকাট কি ব্যবহার করতে পারেন। তবে ব্রাউজার বন্ধ করে দেয়ার পর এ কমান্ড কাজ করবে না। তাছাড়া ইনকগনিটো মুডেও এ শর্টকাট কাজ করবে না।

  • On Windows:Ctrl + Shift + T
  • On Mac:⌘ + Shift + T

৩. বর্তমানে সক্রিয় ট্যাবটি বন্ধ করতে

অনেক সময় আমরা বেশ কিছু ট্যাব একত্রে খুলে কাজ করি। সেক্ষেত্রে কোনো ট্যাবে খোলা ওয়েবসাইটের কাজ শেষ হলে সেটি বন্ধ করার জন্য ট্যাবের ক্রস বাটনে ক্লিক না করে আপনি নিম্নের শর্টকাট কি ব্যবহার করতে পারেন।

  • On Windows:Ctrl + W
  • On Mac:⌘ + W

এটির মাধ্যমে বর্তমানে খোলা ট্যাবটি বন্ধ হবে। তবে ভুলক্রমে দরকারি কোনো ট্যাব বন্ধ হয়ে গেলে, তা ফিরিয়ে আনতে Ctrl + Shift + T ব্যবহার করুন।

৪. আগের ও পরের ট্যাবে যেতে

আমরা যখন একাধিক ট্যাব খোলা রাখি, তখন এক ট্যাব থেকে অন্য ট্যাবে যেতে নিচের কমান্ড ব্যবহার করতে পারেন।

  • On Windows:Ctrl + PgDn (বর্তমান ট্যাব থেকে পরবর্তী ট্যাবে যেতে) or Ctrl + PgUp (বর্তমান ট্যাব থেকে আগের ট্যাবে যেতে)
  • On Mac:⌘ + Option + Right arrow (Next open tab) and ⌘ + Option + Left arrow (Previous open tab)

৫. সক্রিয় উইন্ডোটি মিনিমাইজ করতে

অনেক সময় ট্যাবের পরিবর্তে অনেকে একাধিক উইন্ডো খুলে ফেলেন। সেক্ষেত্রে বর্তমান উইন্ডোটি মিনিমাইজ করার জন্য নিচের শর্টকাট কমান্ডটি ব্যবহার করতে পারেন।

  • On Windows: Alt + Space�thenn
  • On Mac: ⌘ + M

৬. ডাউনলোড পেজ ওপেন করা

ধরুন আপনি আপনার ব্রাউজার দিয়ে কোনো কিছু ডাউনলোড করলেন। সেক্ষেত্রে কী ডাউনলোড করলেন বা কোথায় কতটুকু ডাউনলোড হলো তা দেখার জন্য আপনি ব্রাউজারের ডাউনলোড পেজে যেতে পারেন। সেজন্য নিচের কমান্ডটি ব্যবহার করুন।

  • On Windows:Ctrl + J
  • On Mac:⌘ + Option + L

৭. কার্সরকে সার্চবারে নিতে

ধরুন আপনি একটি ট্যাবে কোনো ওয়েবসাইট ব্রাউজ করছেন। এখন আপনি অন্যকিছু সার্চ করবেন। তখন  নিচের কমান্ড ব্যবহার করলেই কম্পিউটারের কার্সর আপনার সার্চবারে চলে যাবে। আর আপনি যা সার্চ করতে চান তা লিখতে পারবেন।

  • On Windows:Ctrl + L
  • On Mac:⌘ + L

৮. ব্রাউজিং ডাটা ক্লিয়ার করতে

আমরা আগেই বলেছি যে, ইনকগনিটো মুডে ব্রাউজ করলে আপনি কোনো ট্যাব বন্ধ করে ফেললে সেখানে ফেরত যেতে পারবেন না। কারণ হলো ওই মুডে গুগল ক্রোম কোনো ব্রাউজিং ডাটা স্টোর করে না।  তবে সাধারণ মুডে ব্যবহার করলে ব্রাউজিং হিস্টোরি স্টোর করে গুগল ক্রোম। এক্ষেত্রে ব্রাউজিং ডাটা ডিলিট করতে নিচের কমান্ডটি ব্যবহার করতে পারেন।

  • On Windows:Ctrl + Shift + Delete
  • On Mac:⌘ + Shift + Delete

৯. নতুন ট্যাব খুলতে

অনেক সময় আমাদের নতুন একটি ট্যাব খুলতে হকে পারে। সেক্ষেত্রে মাউস হাতে নেয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হলে জাস্ট নিচের শর্টকাট কি ব্যবহার করুন।

  • On Windows:Ctrl + T
  • On Mac:⌘ + T

১০. গুগল ক্রোম থেকে বের হয়ে যেতে

আপনার ব্রাউজিং শেষ। এবার ব্রাউজার বন্ধ করবেন। এবারও মাউস ধরার প্রয়োজন নেই। শুধু নিচের কমান্ডটি ব্যবহার করুন। আর দেখুন ম্যাজিক!

  • On Windows:Alt + f�then x
  • On Mac:⌘ +  + q

শর্টকাটগুলো ব্যবহার করুন, প্রোডাকটিভ হোন

এই গুগল ক্রোম শর্টকাট ব্যবহার করে আপনি আরো বেশি ফাস্ট ব্রাউজিং করতে পারেবেন। বারবার মাউস না ধরায় বাঁচবে সময়।

আপনার যদি আরো শর্টকাট প্রয়োজন হয়, তাহলে ঘুরে আসুন Google Chrome Shortcuts page থেকে। আর হ্যাঁ প্রিয় বন্ধু, কমান্ডগুলো ব্যবহারের পর আপনার অনুভূতি বা এ ব্যাপারে যে কোনো পরামর্শ জানান মন্তব্যে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top