ঢাবির ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

ফলাফলে তিন হাজার ৬৩৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন ১৩০১ জন, মানবিক শাখা থেকে ১৩৫৩ জন, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৯৭৯ জন উত্তীর্ণ হয়েছেন।

উল্লেখ্য, বিজ্ঞান শাখায় আসন রয়েছে ৯২২টি, ব্যবসায় শিক্ষায় আসন রয়েছে ২৯২টি এবং মানবিক শাখায় ৪৮টি।

আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ২৮ নভেম্বর মানবিক শাখার ও ২৯ নভেম্বর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
গত ৯ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৫৯ হাজার ৮৭৫ জন। পরীক্ষার ফলাফল জানতে ব্রাউজ করুন: ghaunit.univdhaka.edu

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top