বাংলা বানান টিউটোরিয়াল (৬ষ্ঠ পর্ব)

0
147

বাংলা বানান নিয়ে ক্যারিয়ার ইনটেলিজেন্স প্রকাশ করছে ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল। সাধারণত বাংলা লিখতে গিয়ে আমরা যেসব ভুল করে থাকি সেগুলোই এতে আলোচনার চেষ্টা করা হচ্ছে। আশাকরি আপনাদের ভালো লাগবে। এরদ্বারা অাপনি সামান্য উপকৃত হলেই আমরা সার্থক। আজ দেখুন ৬ষ্ঠ পর্ব।


বাংলা বানান টিউটোরিয়াল : পর্ব ০৫


আজ আমরা আলোচনা করবো ‘পুন’ ও ‘পূর্ণ’ -এর ব্যবহার সম্পর্কে। পুনরায়, পুন:প্রকাশ, পুনর্মিলন, পূর্ণচন্দ্র, পূর্ণমান ইত্যাদি শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে এ টিউটোরিয়ালে।

ঘোষণা

আপনিও লিখুন


প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন ক্যারিয়ার ইনটেলিজেন্সে। শিক্ষা, ক্যারিয়ার বা পেশা সম্পর্কে যে কোনো লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন। পাঠাতে পারেন অনুবাদ লেখাও। তবে সেক্ষেত্রে মূল উৎসটি অবশ্যই উল্লেখ করুন লেখার শেষে। লেখা পাঠাতে পারেন ইমেইলে অথবা ফেসবুক ইনবক্সে। ইমেইল : editor@careerintelligencebd.com
Previous articleকোথায় কবে ভর্তি পরীক্ষা
Next articleবিপিও খাতে কাজের সুযোগ বাড়ছে
গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটাতে। থাকেন ঢাকার সাভারে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে- সরকার ও রাজনীতি বিভাগ থেকে অনার্স, মাস্টার্স । পরে এলএলবি করেছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর লেখালেখি মূলত: ক্যারিয়ার বিষয়ে। তারই সূত্র ধরে সম্পাদনা ও প্রকাশ করছেন ক্যারিয়ার ইনটেলিজেন্স নামে এই ম্যাগাজিনটি। এছাড়া জিটিএফসি গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত। ভিডিও তৈরি ও সম্পাদনা, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং পাবলিক লেকচারের প্রতি আগ্রহ তাঁর।