বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদেরকে পরিবর্তিত সময়সীমা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বরাবর অনলাইনে (www.ntrca.gov.bd এবং ngi.teletalk.com.bd) আবেদন করতে হবে।
এর আগে এনটিআরসিএ’র ৬ জুনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য ২৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল।
এনটিআরসিএ আজ আরো জানায়, শিক্ষক পদে নিয়োগের জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ থেকে অনলাইনে প্রাপ্ত চাহিদাসমূহের (ই-রিকুইজিশন) জেলাভিত্তিক ও বিভাগীয় শহরের একীভূত তালিকা ইতোমধ্যে সর্বসাধারণের অবগতির জন্য www.ntrca.gov.bd এবং ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
সূত্র : বাসস