৮৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট পদে আবেদন নেয়া হচ্ছে। অনলাইনে আবেদন করা যাবে ৯ অক্টোবর ২০২১ পর্যন্ত।
৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
বিশেষ নির্দেশনা:
১. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদনকারীর ধরন
ক্যাটাগরী | প্রার্থীর বিবরণ |
---|---|
সাধারণ (General) | ১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
ক্যাডেট কলেজ (Cadet College) | শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
এমসিএসকে (MCSK) প্রার্থী | শুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
বিএনসিসি প্রার্থী (BNCC) | বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
সশস্ত্র বাহিনীর প্রার্থী (Sainik) | সশস্ত্র বাহিনীতে কর্মরত আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
বয়স:
০১ জুলাই ২০২২ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জুলাই ২০২২ তারিখে ১৮-২৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা:
(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা, ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে এ গ্রেড ও ১টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
(৪) ২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে এসএসসি (SSC)-তে অবশ্যই জিপিএ-৫/ও লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। তবে, বিএমএ যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে এবং ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন* | ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড) | ৪৭ কিলোগ্রাম (১০৪ পাউন্ড) |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
পুরো বিজ্ঞপ্তিটি দেখুন এখানে–
সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ( আবদেনের শেষ তারিখ ২৪ জুলাই ২০২১)
সেনাবাহিনী নিয়োগ ২০২১ : মেডিক্যাল ও ডেন্টাল কোর
78th DSSC (AMC) – Male/Female
বয়স:
০১ জানুয়ারী ২০২২ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্তসহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রী এবং ইন্টার্ণশীপ সম্পন্নকারী।
বৈবাহিক অবস্থা:
ক। পুরুষ: অবিবাহিত (০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা
শারীরিক মান (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড) |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
65th DSSC (ADC) – Male/Female
বয়স:
০১ জানুয়ারী ২০২২ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্তসহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে বিডিএস ডিগ্রী এবং ইন্টার্ণশীপ সম্পন্নকারী।
বৈবাহিক অবস্থা:
ক। পুরুষ: অবিবাহিত (০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা
শারীরিক মান (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড) |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
পুরো বিজ্ঞপ্তিটি দেখুন : সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
সেনাবাহিনী নিয়োগ ২০২১ : ইঞ্জিনিয়ার্স, সিগনাল, ইএমই, এইসি, জেএজি ও আরভি অ্যান্ড এফসি কোর
50th DSSC (RV&FC) – Male
বিশেষ নির্দেশনা:
১. শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বয়স:
০১ জানুয়ারী ২০২২ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০ সহ বিএসসি (সম্মান) – Veterinary Science/DVM/DVM&AH ডিগ্রীসহ ইন্টার্নশীপ সম্পন্নকারী ও কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
বৈবাহিক অবস্থা:
পুরুষ: অবিবাহিত (০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
শারীরিক মান (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | X |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | X |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | X |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
35th DSSC (JAG) – Male
বিশেষ নির্দেশনা:
১. শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বয়স:
০১ জানুয়ারী ২০২২ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০ সহ এলএলবি (সম্মান) এবং এলএলএম/এমএএলএলএম ডিগ্রীতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
বৈবাহিক অবস্থা:
পুরুষ: অবিবাহিত (০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
শারীরিক মান (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | X |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | X |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | X |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
57TH BMA SPECIAL COURSE – (ENGINEERS) – MALE/FEMALE
বয়স:
০১ জানুয়ারী ২০২২ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০ সহ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ন্যুনতম সিজিপিএ-৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
বৈবাহিক অবস্থা:
ক। পুরুষ: অবিবাহিত (০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা
শারীরিক মান (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড) |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
57TH BMA SPECIAL COURSE – (SIGNALS) – MALE
বিশেষ নির্দেশনা:
১. শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বয়স:
০১ জানুয়ারী ২০২২ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০ সহ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ন্যুনতম সিজিপিএ-৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
বৈবাহিক অবস্থা:
পুরুষ: অবিবাহিত (০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
শারীরিক মান (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | X |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | X |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | X |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
57TH BMA SPECIAL COURSE – (SIGNALS) – MALE
Course Name/Category | Apply Deadline | |
---|---|---|
57th BMA Special Course (Signals) – CSE/CSIT – Male |
Starts: 02 July 2021 Ends: 24 July 2021 |
|
57th BMA Special Course (Signals) – EECE/ECE/EEE/ETE/ICE – Male |
Starts: 02 July 2021 Ends: 24 July 2021 |
বিশেষ নির্দেশনা:
১. শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বয়স:
০১ জানুয়ারী ২০২২ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০ সহ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ন্যুনতম সিজিপিএ-৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
বৈবাহিক অবস্থা:
পুরুষ: অবিবাহিত (০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
শারীরিক মান (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | X |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | X |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | X |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
57TH BMA SPECIAL COURSE – (AEC) – MALE/FEMALE
Course Name/Category | Apply Deadline | |
---|---|---|
57th BMA Special Course (AEC) – English – Male/Female |
Starts: 02 July 2021 Ends: 24 July 2021 |
|
57th BMA Special Course (AEC) – Math – Male/Female |
Starts: 02 July 2021 Ends: 24 July 2021 |
|
57th BMA Special Course (AEC) – Medical Physicist – Male/Female |
Starts: 02 July 2021 Ends: 24 July 2021 |
|
57th BMA Special Course (AEC) – IR – Male/Female |
Starts: 02 July 2021 Ends: 24 July 2021 |
|
57th BMA Special Course (AEC) – Physiologist – Male/Female |
Starts: 02 July 2021 Ends: 24 July 2021 |
|
57th BMA Special Course (AEC) – Management – Male/Female |
Starts: 02 July 2021 Ends: 24 July 2021 |
|
57th BMA Special Course (AEC) – Marketing – Male/Female |
Starts: 02 July 2021 Ends: 24 July 2021 |
|
57th BMA Special Course (AEC) – Audiologist – Male/Female |
Starts: 02 July 2021 Ends: 24 July 2021 |
বয়স:
০১ জানুয়ারী ২০২২ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.০০ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যুনতম সিজিপিএ-৩.০০ (৪.০০ এর মধ্যে) পেয়ে উত্তীর্ণ।
বৈবাহিক অবস্থা:
ক। পুরুষ: অবিবাহিত (০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারী ২০২২ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা
শারীরিক মান (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড) |
বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। |
ইঞ্জিনিয়ার্স, সিগনাল, ইএমই, এইসি, জেএজি ও আরভি অ্যান্ড এফসি কোরে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিচে দেয়া হলো-
আবেদন প্রক্রিয়া
এসব পদে আবেদন করতে চাইলে আপনাকে ২৪ জুলাই ২০২১ -এর মধ্যে আবেদন করতে হবে।